পাইকগাছা থানার সহায়তায় বিকাশ টাকা ভুল নম্বরে চলে যাওয়া ৩০,০০০ উদ্ধার

পাইকগাছা থানার সহায়তায় বিকাশ টাকা ভুল নম্বরে চলে যাওয়া ৩০,০০০ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিকাশের টাকা ভূল নাম্বারে দেওয়ায় থানায় জিডি করেন ভুক্তভোগীরা ,অবশেষে টাকা উদ্ধার পূর্বক ফিরিয়ে দিলেন থানা পুলিশ। উপজেলায় ,নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি গত ১৪/০৩/২৩ খ্রিঃ তারিখ বিকাশে তার নম্বরে ২৫,০০০ৎটাকা এবং জনৈক জুলফিকার আলী মিস্ত্রী(৪২) গত ১৭/০৩/২৩ খ্রিঃ তারিখ তার বিকাশ নম্বরে ৫,০০০ টাকা ক্যাশ ইন করতে গিয়ে একটি ডিজিট ভুল করলে উক্ত টাকা অন্য নম্বরে চলে যায়। এ বিষয়ে তারা পাইকগাছা থানায় জিডি করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা বিষয়টি অবগত হওয়ার পর এই বিষয়ে কাজ শুরু করে। সাইবার টিম ঐকান্তিক প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে এবং পাইকগাছা থানার সহায়তায় ভুল নম্বরে চলে যাওয়া মোট ৩০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগীদের ফেরত প্রদান করা হয়। তারা টাকা পেয়ে উচ্ছ্বসিত হন এবং পুলিশের এই কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যেকোন বিষয়ে পোস্ট করা বা কোন পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সকলকে সচেতন হতে হবে। সাইবার সংক্রান্ত যে কোন অপরাধের শিকার হলে সাইবার সেলের এই মোবাইল নম্বরটিতে কল করার অনুরোধ জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,০১৩২০১৪০২৮০।উপকারভোগীর উচ্ছ্বাস আর তৃপ্ত হাসি-ই আমাদের কাজের প্রেরণা এমনটাই জানালেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

More News...

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌনে ৮ কোটি টাকা