নীলফামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

নীলফামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি নীলফামারী জেলা পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী, শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন, পুনাক সভাপতি সহ সদস্যরা।

রাত ১২ টা ১ মিনিটে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৩ উপলক্ষে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ও নীলফামারী পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)সভানেত্রী মৌসুমি ওয়াদুদ চাঁদনী, এনএসআই ডিডি মোঃ খালিদ হাসান, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম. সফিকুল আলম ডাবলু, সিভিল সার্জন, জেলা গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তৌহিদুজ্জামান, জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার ও উপ-উপবিভাগী প্রকৌশলী মোঃ হান্নান প্রধান, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের আহবায়ক হাফিজুর রশিদ প্রামানিক মঞ্জু, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম, সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক, চাঁদের হাট কামিল মাদরাসার অধ্যক্ষ ইসমাইল হোসেন, চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী, চাঁদের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান, জেলা বিএনপি, জাতীয়পার্টি, নীলফামারী প্রেসক্লাব, জেলা রিপোটার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্বাধীনতার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান