বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে দর্শক থাকছে

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে দর্শক থাকছে

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গ্যালারিতে দর্শক থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া ৫০ শতাংশ দর্শকের খেলা দেখার ব্যবস্থা করা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন আসেনি এখনো। ৫০ শতাংশ না হলেও সীমিত পরিসরে এই সিরিজে যে দর্শক থাকতে এটা নিশ্চিত।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভির আহমেদ টিটো রবিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম, তাতে বিপিএলের ফাইনালে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। আফগানিস্তান সিরিজে কী হবে এ ব্যাপারে কথাবার্তা চলছে।’

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে, এ রকম একটা আলোচনা হয়েছে।’

‘তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না, সেই চেষ্টা করছি। এটা না হলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক থাকবে।’

বাংলাদেশ ঘরের মাঠে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলে পাকিস্তানের বিপক্ষে। গত বছরের শেষ দিকে হওয়া সেই সিরিজেও দর্শক ছিল। তবে এরপর করোনার ওমিক্রন ধরনের প্রভাবে ফের গ্যালারির দুয়ার বন্ধ করতে বাধ্য হয় বিসিবি। বিপিএলের ফাইনাল দিয়ে সীমিত পরিসরে আবারো ক্রিকেট মাঠে দর্শক ফিরেছে।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর