সন্ধ্যা ৬:৪৮, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাভারে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

সাভারে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলভার গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনী জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সদস্যরা এখনও ঘটনাস্থলে আছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে তিনি জানান।