রাত ৮:৪৭, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্রীড়া প্রতিবেদক
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। সম্ভাবনাময় এই হার্ডহিটার এক সময় ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। ২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল তাকে।
এমনকি গত কয়েক বছর ধরে ঘরোয়া আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হচ্ছে তাকে। গতবার বিপিএলে ছিলেন অবিক্রিত। তবে এবার ড্রাফট থেকে এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। আসরের শুরুর দিকে একাদশে সুযোগ না হলেও মাঝের সময় থেকে খেলেছেন নিয়মিত। তাতে দলের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।
আজ শনিবার নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা। দলের হয়ে এদিন ২০ রান করেন সাব্বির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘আমি আসলে টি-টোয়েন্টির প্লেয়ার। ৬-৭ নম্বরে খেলি ওয়ানডেতে, ১০ ওভার পাই। টি-টোয়েন্টিতে ৩ নম্বরে ব্যাট করছি, ২০ ওভারই পাই।’
‘টিম ম্যানেজমেন্ট যেখানে দিবে আমার প্ল্যান অনুযায়ী চেষ্টা করব। বিপিএল ভালো খেললাম জানি না পরে কী হবে। তবে চেষ্টা করব অনুশীলন ধরে রাখার। প্ল্যান তো জাতীয় দলে খেলার জন্যই।’-যোগ করেন তিনি। নিজের মেধার অপচয় করেছেন কি না প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘আসলে অপচয় না। আমার যেটা রিজিক ছিল আমি পেয়েছি। কোনো ব্যাটার বলতে পারবে না ৬টা ছয় মারতে পারবে। কেউ চেষ্টা করে, কেউ হয়ত ব্যর্থ হয়। আমি চেষ্টা করছি ভালো খেলার, পারফর্ম খারাপ করেছি তাই বাদ পড়েছি।’
‘মাঝে গ্যাপ পড়েছে। বিপিএলে খেললাম। যদি সুযোগ হয় আমি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। পরের কাজ হলো অনুশীলন করা নিজেকে সময় দেওয়া এবং প্রস্তুত হওয়া নিজের জন্য।’-যোগ করেন তিনি।