দুপুর ১২:৪০, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

গুলি থেকে অল্পের জন্য বেঁচে গেলেন এসিল্যান্ড

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় এসিল্যান্ড বাসার ভেতরে অবস্থান করছিলেন। তবে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তথ্যটি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ বিষয়ে জানতে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দুর্বৃত্তের ছোড়া গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে ভেতরে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।