সন্ধ্যা ৬:৫৮, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্রীড়া প্রতিবেদক
আগের ম্যাচেই রানের নহর বইয়ে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। লিটন দাস এবং তানজিদ তামিম মিলে গড়েছিলেন ২৪১ রানের বিশাল জুটি। ঢাকা করেছিল ২৫৪ রান। দূর্বার রাজশাহীকে তারা হারিয়েছিল ১৪৯ রানের ব্যবধানে।
চট্টগ্রামে এসে আবারও খেই হারালো শাকিব খানের দল। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ১৩৯ রানে অলআউট হলো ঢাকা ক্যাপিটালস।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে ভালো শুরু করেছিলেন। তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাট সচল থাকলেও লিটন ১৭ বল খেলে ১৩ রান করে আউট হন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার আউট হন শূন্য রানে। ৮ রান করে বিদায় নেন জিন পিয়েরে কোৎজে। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতাই খুলতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ১১ রান। ২২ রান করে আউট হন ফারনুল্লাহ।
সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই করেন তিনি। ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস। দুটি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। ফরচুন বরিশালের হয়ে সফল বোলার ছিলেন স্পিনার তানভির ইসলাম। ৩৯ রান দিলেও তিনি নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ নেন ২ উইকেট।