সন্ধ্যা ৭:১৩, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক
নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড–এ যেন ক্রিকেটাররা অংশ নেন, সে লক্ষ্যে পিএসএলের বাধা হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগেভাগেই তারা পাকিস্তানের টুর্নামেন্ট থেকে ইংলিশ ক্রিকেটারদের বিরত রাখার ঘোষণা দিয়েছিল। ইসিবির সেই কঠোর নীতির বিরোধীতা করেই পিএসএলে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ৬ ক্রিকেটার।
পাকিস্তান সুপার লিগের ২০২৫ আসরে দল পেয়েছেন ৬ ইংলিশ ক্রিকেটার। ইসিবির কড়াকড়ি এবং অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া নিয়ে নিশ্চয়তা পেলে সেই সংখ্যা আরও বাড়তে পারত। একইভাবে পিএসএলে যারা দল পেয়েছেন তারাও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের রোষানলে পড়তে পারেন। ইংল্যান্ডের বড় ঘরোয়া প্রতিযোগিতায় জেমস ভিন্স ও টম কোহলার-ক্যাডমোর মিলে সাড়ে ৩ কোটি পারিশ্রমিক পাচ্ছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন নীতিমালা অনুসারে চুক্তিবদ্ধ ক্রিকেটার ও লাল-বলের কাউন্টি ক্রিকেটারদের জন্য এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। যাতে তারা নিজের দেশের টুর্নামেন্টকেই অধিক প্রাধান্য দেন। তা সত্ত্বেও কাউন্টির দল হ্যাম্পশায়ারের অধিনায়ক জেমস ভিন্সকে আসন্ন পিএসএলে রিটেইন (ধরে রাখা) করেছে করাচি কিংস। সেখানে তার পারিশ্রমিক ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।
অন্যদিকে, কাউন্টিতে সামারসেটের হয়ে খেলা কোহলার-ক্যাডমোরকে পিএসএলে নিয়েছে পেশাওয়ার জালমি। তাকে ড্রাফট থেকে দলটি কিনে নেয় ১ লাখ ৪০ হাজার পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৭ লাখ টাকা। এ ছাড়া ইংল্যান্ড থেকে আসন্ন পিএসএলে নাম লিখিয়েছেন ডেভিড উইলি (রিটেইন), ক্রিস জর্ডান (রিটেইন), স্যাম বিলিংস ও টম কারান।
আগামী ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ফলে পিএসএল আসরও পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে’র মধ্যে নেওয়া হয়েছে। একই সময়ে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। আইপিএলের জন্য ছাড়পত্র দিলেও ইসিবি অন্য কোনো বিদেশি টুর্নামেন্টে ক্রিকেটারদের এনওসি দিতে রাজি নয়। সে কারণেই তারা কঠোর নীতিমালা গ্রহণ করেছে। তা সত্ত্বেও ৬ ক্রিকেটার পিএসএলে নাম লিখিয়ে বিদ্রোহীর কাতারে নাম তুলেছেন!
বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলতে এমন কড়াকড়ি আরোপ করায় ইংল্যান্ডের আরও বেশ কয়েকজন ক্রিকেটার বিদ্রোহের পথে হাঁটতে পারেন বলে জানিয়েছে টেলিগ্রাফ। আইপিএলে দল না পেলেও পিএসএলে নাম লেখানোর আশায় আছেন উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, তার মানে তিনিও ইসিবির আদেশের বিপক্ষে গিয়ে নিষেধাজ্ঞায় পড়বেন। একইভাবে ওলি পোপ, জ্যাক ক্রাউলি, গাস অ্যাটকিনসন ও ম্যাট পটসের মতো তরুণ ক্রিকেটাররাও ড্রাফটে নাম লেখানোর চেষ্টা চালিয়েছিলেন।