সকাল ৭:০৪, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্রীড়া প্রতিবেদক
আইপিএলের নিলামটা খুব একটা ভালো না কাটলেও পিসিএলের নিলামটা বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের খানিক স্বস্তিই দিয়েছে বটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। তাদের মধ্য থেকে দল পেয়েছেন ৩ জন। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার।
দল পাওয়ার পরদিন আজ মঙ্গলবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই লেগস্পিনার। জানালেন আপাতত চোখ রাখছেন বিপিএলের দিকেই, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু আশা করি না, আইপিএল বিগ ব্যাশ বা পিএসএল। আপাতত বিপিএলে ফোকাস করছি। যখন সেটা আসবে আমি চেষ্টা করব।’
খবর পেয়েও খুব স্বাভাবিক ছিলেন বলেই জানালেন রিশাদ, ‘আমার এজেন্ট আমাকে বলসিল যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো। আমি আগে থেকেই ভাবছিলাম আমাকে নেওয়ার সুযোগ ছিল। ফলে নরমাল ছিলাম।’
পিএসএলে ৩ জন বাংলাদেশির বেশি দল না পাওয়ায় আক্ষেপ আছে কি না, এমন প্রশ্নে এই লেগস্পিনারের মন্তব্য, ‘আক্ষেপ না। সামনে আরও ভালো করলে ইনশাল্লাহ আরও ৩-৪ জনের বেশি সুযোগ আসবে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না থাকাই ভালো। অবশ্যই, আমরা তো চাইব ১২-১৫ জন সবাই বাইরের লিগগুলো খেলুক। আশা থাকবে যেভাবে বিপিএল যেভাবে সুন্দর যাচ্ছে সামনে আশা করব আরও ভালো টুর্নামেন্টে খেলবে আমাদের দেশের প্লেয়াররা।’
পিএসএলে দল পাওয়ার পর বিপিএলে নিজ দল বরিশালের অধিনায়ক তামিম ইকবালও অভিনন্দন জানান রিশাদকে। সেটাও গণমাধ্যমের কাছে শোনালেন তিনি, ‘(তামিম ভাই) অভিনন্দন জানিয়েছে। বলেছে ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবা।’ বিগ ব্যাশ খেলতে গেলে কি ক্যারিয়ারে ভালো কিছু হতো? এমন প্রশ্নেও রিশাদের উত্তরটা সরল, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছিনা (কী ভালো হত)। আল্লাহ লিখে রাখছেন যাই নাই এজন্য সেজন্য সামনে ভালো কিছু হবে। তাই ভাবছি না গেলে কী ভালো হত, না হত।’