রাত ৩:৩৩, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক : আইপিএল নাকি জাতীয় দল? এরকম এক ইস্যুতে আবারো সাকিবকে নিয়ে সরগরম ক্রিকেটাঙ্গন। ১৪তিম আইপিএলের নিলামে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু আইপিল চলাকালে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলংকা সফর রয়েছে। ঐ সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএল খেলতে ছুটি চেয়েছেন সাকিব। সেই ছুটি মঞ্জুরও হয়েছে।
এর ফলে জাতীয় দলের প্রতি সাকিবের বিরূপ মনোভাব রয়েছে এমন কথা বলছেন নেটিজেনরা। আর তাতে করে সামনে এসেছে সাত বছর আগে সাকিবের একটি ফেসবুক পোস্ট।
সেদিন সাকিব বলেছিলেন, আমি সব সময় দেশের হয়ে খেলতে চাই। অন্তত আরাে দশ বছর জাতীয় দলের হয়ে খেলতে চাই আমি। আইপিএল জিতে বাংলাদেশে এসে আমি বলেছি, বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরাে আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই।
দেশের হয়ে খেলার ব্যাপারে সাকিব আরো বলেন, এতেই আমার দেশের হয়ে খেলার ব্যাপারে ধারণা নিতে পারেন। অনেকেই মনে করে আমি ২০১৯ বিশ্বকাপের পর অবসর নিবাে। কিন্তু সত্য হলাে আমি ২০২৩ সালের বিশ্বকাপও খেলতে চাই।
কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। সাকিব আইপিএল খেলার জন্য ছুটি চেয়েছেন এবং পেয়েছেন। খেলবেন না জাতীয় দলের টেস্ট। নিষেধাজ্ঞা পাওয়া সাকিবের পাশে যে ভক্তরা বুক পেতে দাঁড়িয়েছিল তারাও এখন সাকিবকে উলটো চোখে দেখছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরোনো ঐ পোস্টে ভক্তরা নিজেদের ক্ষোভ ঝাড়ছেন। সেই সঙ্গে চলছে সাকিবের কাঁটাছেড়া। এমনকি কেউ কেউ বলছেন, তবে কি সাকিব সেদিন মিথ্যা বিলেছিলেন?
সবাই অপেক্ষায় আছে, হয়তো সাকিব তিন কোটির আইপিএল না খেলে টাইগারদের হয়েই মাঠ মাতাবেন।
তবে সাকিবের সিদ্ধান্তেরও যৌক্তিকতা আছে। টেস্ত চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কিছুই আর হারানোর নেই। কিন্তু আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর আশা আছে। আর সাকিব আইপিএল খেলে বিশ্বকাপে গেলে কিছু হলে ফর্ম এ উন্নতি করবেন।