সকাল ১০:০৮, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত কোনো ধারাবাহিক নাটক নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সেটি হলো- জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’। ইউটিউবে গেলেই দেখা যায়, ১০-১৫ মিলিয়নের ওপরে ভিউ প্রায় প্রতিটি পর্বেই; একেকটি পর্ব মুক্তির একদিনেই গড়ছে ভিউয়ের রেকর্ড।
এছাড়াও সামাজিক মাধ্যমেও আলোচনায় এই ধারাবাহিক। বিশেষ করে নাটকের বিভিন্ন সংলাপ ও আবেগঘন দৃশ্যগুলো প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে ফেসবুকে। সামির, মেহরিন, ফাহাদ বা আঞ্জুমান বেগমের মতো চরিত্রগুলো যেন দর্শকদের কাছে এখন ঘরের মানুষ হয়ে উঠেছে।
নাটকটির জনপ্রিয়তা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, পরিবারের বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধই এই গল্পের প্রাণ। ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’, এই ট্যাগলাইনকে সামনে রেখে নির্মিত গল্পটিতে দর্শকরা তাদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন বলেই এটি এত দ্রুত জনপ্রিয় হয়েছে।
তারকাখচিত এই সিরিয়ালে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী।‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এই ধারাবাহিকের পর্বগুলো।