রাত ১২:৫৩, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:

কেন অভিনয় ছাড়লেন প্রসূন আজাদ, নিজেই জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মঞ্চ থেকে শোবিজে পথচলা শুরু করেন অভিনেত্রী প্রসূন আজাদ। টিভি নাটকে নিয়মিত কাজ করার পাশাপাশি ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে বিয়ের পর সংসারী হয়ে বেশ কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যবসায় মনোযোগী রয়েছেন।

অভিনয় ছেড়ে দেওয়ার কারণ জানতে ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেই বিষয়টি খোলাসা করেছেন প্রসূন। সেখানে তিনি লিখেছেন, অভিনয় একটি ব্যয়বহুল পেশা। বিনিয়োগের তুলনায় লাভের হার কম। এককালীন পারিশ্রমিক পাওয়া যায়, অথচ এটি তার নিজেরই ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’। তিনি আরও উল্লেখ করেন, অভিনয়ের সময় পার্লার, পোশাক, আয়রন, জিম, খাবারসহ বিভিন্ন খরচ ছিল নিয়মিত এবং তা বহন করাও কঠিন হয়ে পড়েছিল।

গ্ল্যামারের দুনিয়া ছেড়ে সাধারণ জীবনে ফেরার ইচ্ছার কথাও জানান প্রসূন। তিনি লিখেছেন, স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে চেয়েছিলেন। সুপারস্টারের জীবনধারা বজায় রেখে মধ্যবিত্ত সংসার ও একজন স্ত্রীর দায়িত্ব সামলানো কঠিন মনে হচ্ছিল। পাশাপাশি গৃহিণী হওয়ার শখও ছিল তার।

এছাড়া নিজের শারীরিক পরিবর্তনের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি জানান, ওজন বেড়ে যাওয়ায় এবং লজ্জাশরম বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বচ্ছন্দ বোধ করছিলেন না। মানুষ তাকিয়ে থাকলেও বিরক্ত লাগত। তাই আপাতত অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাচ্ছন্দ্যকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন প্রসূন আজাদ।