রাত ১০:৫৭, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

তুমি কি মনে কর এক টুকরো রুটি পাঠাতে আমি ব্যর্থ হবো? রিজিক নিয়ে আল্লাহর প্রশ্ন

আল্লাহপাক পরম স্নেহপরশ এবং তিনি অনুকম্পাশীল। তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন। এজন্য তিনি হাদিসে কুদসিতে মুমিন বান্দাদের কার্যক্রম নির্ধারণ করে দিয়েছেন।

আল্লাহপাক বলেন, হে আদম সন্তান! তোমরা কোনো ক্ষমতাসীনকে ভয় কর না। যতক্ষণ না আমার ক্ষমতা বাকী থাকবে। আর জেনে রাখো, আমার ক্ষমতা কখনো শেষ হবে না।

হে আদম সন্তান! তোমরা রিজিকের ব্যাপারে কখনো সংকীর্ণতার ভয় করো না। কারণ আমার ভাণ্ডার পরিপূর্ণ। এ ভাণ্ডার কখনো ফুরিয়ে যাবে না।

হে আদম সন্তান! আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাতের জন্য। তাই এটা নিয়ে তামাশা করো না। আর আমি তোমাদের রিজিকের জিম্মাদারি নিলাম। সুতরাং রিজিক নিয়ে চিন্তা করে ক্লান্ত হয়ো না। (এখানে অঙ্গ-প্রত্যঙ্গের ক্লান্তি নয়, উদ্দেশ্য করা হয়েছে মানসিক ক্লান্তিকে। অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করবে আর পুরোপুরি ভরসা থাকবে আল্লাহর উপর)

আল্লাহপাক আরো বলেছেন, তোমার জন্য যা নির্ধারণ করেছি তার উপর যদি সন্তুষ্ট থাকো, আমার মহত্ব ও বড়ত্বের কসম, তোমার দেহে ও প্রাণে আমি প্রশান্তি দেবো এবং তুমি আমার নিকট প্রশংসিত হবে। (সুবহানআল্লাহ)

আবার যদি তোমার জন্য যা নির্ধারণ করেছি তাতে সন্তুষ্ট না হও, তাহলে আমার মহত্ব ও বড়ত্বের কসম, পুরো দুনিয়াকে আমি তোমার উপর চাপিয়ে দেবো। তখন তুমি বন্যপ্রাণীদের মতো ছুটতেই থাকবে। কিন্তু কিছুই খুঁজে পাবে না। আমি যা নির্ধারণ করেছি তা ছাড়া।

হে আদম সন্তান! আমি আকাশ ও জমিন সৃষ্টি করতে কোনো ক্লান্তিবোধ করিনি। এখন তুমি কি মনে করো, কোনো কষ্ট ছাড়াই তোমাকে এক টুকরো রুটি পাঠাতে আমি ব্যর্থ হবো?

হে আদম সন্তান! তুমি আমার কাছে আগামীকালের রিজিক তালাশ করো না। যেভাবে আমি তোমার কাছে আগামীকালের আমল তালাশ করি না। (আল্লাহু আকবার)

হে আদম সন্তান! আমি তোমাকে ভালোবাসি। সুতরাং তোমার কাছে আমার অধিকার হলো আমাকে ভালোবাসো।