বিকাল ৪:৪১, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

শেষ মুহূর্তে আইপিএল নিলামে মুশফিক, দাম ১ কোটি রূপি

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে নাম তুলেছিলেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। সেখানে শেষ সময়ে এসে নাম দিয়েছেন আরেক বাংলাদেশি। নিলামের আগে উইকেটরক্ষক ক্যাটাগরিতে চড়া ভিত্তিমূল্যে শোভা পাচ্ছে মুশফিকুর রহিমের নাম।

এবারের নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের, ২ কোটি রুপি।

মুশফিক ছাড়াও নিলামে আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এদের মধ্যে সাকিব ২ কোটি, মুস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

আজ অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়।

নিলামে নাম লেখানো ক্রিকেটারদের বড় অংশই অবশ্য দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার।