সকাল ১০:৫১, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
মধ্যবিত্তের জন্য নতুন মোটরসাইকেল আনল হোন্ডা। মডেল হাইনেস সিবি ৩৫০ আরএস। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে মডেলটি অবমুক্ত করা হয়। ভারতে হোন্ডার নতুন বাইক বিক্রি হচ্ছে ১ লাখ ৯৬ হাজার রুপিতে।
হোন্ডা হাইনেস সিবি ৩৫০ মডেলটি বেস করে ডিজাইন করা হয়েছে হাইনেস সিবি ৩৫০ আরএস।
মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শোরুমে পাওয়া যাবে বাইকটি।
হোন্ডার নতুন এই বাইকে থাকছে দু রঙে তেলের ট্যাঙ্ক। সঙ্গে গোল এলইডি হেড লাইট। লং ড্রাইভের জন্য এই বাইক আদর্শ দাবি হোন্ডার।
এর পেছনের দিকে রয়েছে এলইডি লাইট। ব্লক প্যাটার্ন টায়ার রয়েছে বাইকে। এর সঙ্গে থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, ডুয়াল চ্যানেলি এবিএস এবং হোন্ডার নিজস্ব টর্ক কন্ট্রোল টেকনোলজি।
৩৪৮ সিসির এই বাইকে ২০.৮ হর্সপাওয়ার পাওয়া যাবে। টর্ক মিলবে ৩০ নিউটন মিটার।