কুষ্টিয়ায় প্রকাশ্য ৩ জনকে গুলি করে হত্যা, পিস্তলসহ এসআই আটক

কুষ্টিয়ায় প্রকাশ্য ৩ জনকে গুলি করে হত্যা, পিস্তলসহ এসআই আটক

ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। ঘটনাস্থলেই গৃহবধূ ও তার সন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থাকে স্বামীকে উদ্ধার করা হলেও তিনি কিছুক্ষণের মধ্যে মারা গেছেন হাসপাতালে।
জানাগেছে শহরের কাস্টম মোড় এলাকায় আজ রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খোজ নিয়ে জানা গেছে,নিহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতাকারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮),তার স্ত্রী আসমা (২৫) ও ছেলে রবিন (৫)। নিহত শাকিল একজন বিকাশ কর্মী ছিলেন।
এ ঘটনায় সৌমেন রায় নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পিস্তলসহ আটক করেছে পুলিশ। তিনি হালসা ক্যাম্পে কর্মরত।
পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এই হত্যাকান্ড মিশনে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর ৫ বছরের শিশু সন্তানটিও মারা যায়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি সাব্বিরুল ইসলাম বলেন, নিহিত ওই স্বামীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে তিনি ও মারা যান।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকান্ডের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?