সকাল ৬:০৮, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

টেস্টের ক্ষত ভুলতে চাই প্রোটিয়ারা, টি-টুয়েন্টিতেও আধিপত্য দেখাতে প্রস্তুত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে পেরে দারুণ উচ্ছ্বসিত পাকিস্তান। গত বছর বাংলাদেশকে নিয়ে গিয়েছিল পিসিবি। আর এ বছর সেখানে খেলছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে দুটি টেস্ট খেলেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আজ টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে।

সন্ধ্যা সাতটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে পাকবাহিনী ও প্রোটিয়ারা।

রাওয়ালপিন্ডি ও লাহোরে দুটি টেস্ট খেলেছে পাকিস্তান ও দঃআফ্রিকা। দুটি টেস্টেই দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। টি-টুয়েন্টিতেও সফলতার ধারাবাহিতা দেখাতে চাইবে বাবর আজমের সেনারা।

অন্যদিকে টেস্ট ক্রিকেটে একেবারে ভগ্নদশায় থাকা ডেভিড মিলাররা ছোট ফরম্যাটে নিজেদের সেরাটা ঢেলে দেয়ার অপেক্ষায় আছেন। কেনন এই ফরম্যাটে রাজত্ব করা মতো তারকা আছে তাদের দলে।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, আসিফ আলী, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, হারিস রউফ ও উসমান কাদির।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : হেনরিক ক্লাসেন (অধিনায়ক), ডেভিড মিলার, জানেমান মালান, রেজা হেনড্রিক্স, জন জন স্মুট, পিটে ভ্যান বিলজন, ডোয়াইন প্রিটরিয়াস, জর্জ লিন্ডে, লুথো সিম্পালা, তাবরাইজ শামসি ও গ্লেনটন স্টুরম্যান।