রাত ২:৩৯, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

সাকিবের পর ছিটকে গেলেন সাদমানও, টেস্ট দলে সৌম্য

ঢাকা টেস্টের একদিন আগে শোনা গেল আরেকটি দুঃসংবাদ। সাকিব আল হাসানের পর এবার ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার অলরাউন্ডার সাদমান ইসলাম। এদিকে সাকিবের পরিবর্তে সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিনে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছেড়েছিলেন সাকিব। এরপর আর মাঠে নামেননি। আর ইতোমধ্যে ঢাকা টেস্টে সাকিবের না থাকার বিষয়টি জানিয়েছেও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এখানেই শেষ নয়, প্রথম টেস্টে চোট পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলামও। তাকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না বলে জানা যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা টেস্টে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী সাদমান। তিনি এখন বায়ো বাবল থেকে বেরিয়ে গেলেও থাকবেন বিসিবির মেডিকেল টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় বাজেভাবে পড়ে গিয়ে ব্যথা পান সাদমান। এরপর থেকে বেশ কয়েকবার মাঠের বাইরে আসা-যাওয়ার মাধ্যমে ম্যাচের বাকি সময়টা ফিল্ডিং করেন তিনি। সেই ইনজুরি থেকে বেশ ভালোভাবেই রিকভারি করছেন সাদমান। তবে বিসিবির মেডিকেল টিম কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাই তাকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাইরে রাখা হচ্ছে।

সাদমানের চোট নিয়ে শঙ্কার কারণেই সাকিবের বদলি হিসেবে কোনো স্পিনার না নিয়ে আগেই দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।

সাদমান না থাকায় মিরপুর টেস্টের বাংলাদেশ একাদশে অন্তত দুটি পরিবর্তন এখন নিশ্চিত। সাদমানের জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন সাইফ হাসান ও সৌম্য সরকার। সাকিবের জায়গায় ব্যাটসম্যান খেলানো হবে নাকি বোলার, সেটি নিয়েও থাকবে কৌতূহল।