সন্ধ্যা ৭:১৪, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিতীয় প্রীতি ম্যাচের এখন মধ্যবিরতি। বাংলাদেশ রক্ষণ ব্যর্থতায় ২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। রিদয়, তপু ও সাদ আক্রমণ সামলাতে না পারলে আলি ফাসির গোল করে এগিয়ে দেন মালদ্বীপকে। তপুকে কাটিয়ে তিনি যে প্লেসিং করেছিলেন ফাসির সেই বল সাদের কাছ দিয়ে গোলরক্ষক মিতুলকে পরাস্ত করে জড়িয়ে যায় জালে।
প্রথম ম্যাচে ১-০ গোলে হারা বাংলাদেশ কি তাহলে সিরিজে ২-০ ব্যবধানে হারের অপেক্ষায়? এই শঙ্কা যখন ভর করেছিল বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারির দর্শকের মাঝে তখন বাংলাদেশ ম্যাচে ফেরে ৪৩ মিনিটে। কাজেম শাহর পরিবর্তে একাদশে ফেরা মজিবর রহমান জনির দুর্দান্ত গোলে বাংলাদেশ স্কোর ১-১ করে বিরতিতে যায়।
ফাহিমের আলতো পাস থেকে বল জনি প্রথমে বাম পায়ে থামিয়ে ডান পায়ে নিয়ে কোনাকুনি শটে জড়িয়ে দেন মালদ্বীপের জালে।
এর আগেই বাংলাদেশ সমতায় ফিরতে পারতো যদি মোরসালিন সহজ সুযোগ নষ্ট না করতেন। ফাহিমের শট দুর্দান্তভাবে দুইহাতে ফিরিয়ে দিয়েছিলেন মালদ্বীপের গোলরক্ষ শরীফ। ফিরতি বল ফাঁকায় পেয়েছিলেন মোরসালিন। মদকাণ্ডে শাস্তি ভোগ করা এই ফরোয়ার্ড সহজ সুযোগ নষ্ট করেন বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে।