রাত ১০:৪৯, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হটলাইন নম্বর চালু করেছে ব্র্যাক। এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মনের যত্ন’। ‘০৯৬৪৩২৬২৬২৬’ নম্বরে কল করে উদ্বেগ, আতঙ্ক বা মানসিক চাপে থাকা ব্যক্তিরা সেবা নিতে পারবেন।
বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে বিনামূল্যে টেলি-কাউন্সেলিং সেবা দেওয়া হবে। তাছাড়া অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ‘নিরাময় পেসেন্ট অ্যাপ’-এর মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।
ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি) এবং ‘নিরাময়’ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সহযোগিতায় এটি পরিচালিত হবে।
গতকাল (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এমন একটি সময়ে এ উদ্যোগটি নেওয়া হয়েছে, যখন দেশে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো দিন দিন বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে ব্র্যাকের ৭০ জনেরও বেশি প্রশিক্ষিত মনোবিদ এবং সাইকোসোশ্যাল কাউন্সেলর সহমর্মীতা ও পেশাদারিত্বের সঙ্গে এ সেবা দিচ্ছেন।