দুপুর ১২:৩৯, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

অতিমানবীয় মেয়ার্সের কাছেই চট্টগ্রাম টেস্ট হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডস, কোর্টনি ওয়ালশ, ব্রায়ান লারা, ড্যারেন সামি ও ক্রিস গেইলের পর ক্যারিবিয়ান তরুণদের বেডরুমের দেয়ালে ঠাই পাবে কাইলি মেয়ার্স নামে এক তরুণের ছবি। কেননা বাংলাদেশের সাগরিকায় তিনি দেখিয়েছেন নিজের অতিমানবীয় রূপ।

অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন মেয়ার্স। তাকে যোগ্য সঙ্গ দেন এনক্রুমার বোনার ও জশুয়া দা সিলভা।

দিন শেষ হওয়ার ১৫ বল বাকি থাকতে ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যমাত্রা ৩৯৫ রান ছুঁয়ে ফেলে সফরকারীরা। ২১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মেয়ার্স।

বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সরজে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো নবাগতদের নিয়ে তৈরি হয়ে বাংলাদেশে আসা ক্যারিবিয় দল।

চারদিন ধরে আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয়েছে মুমিনুল বাহিনীর। চট্টগ্রাম টেস্টের শেষদিনে মরণকামড় দিয়ে শুরু করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

৩৯৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণার পর চতুর্থদিনের শেষ সেশনে ৩টি উইকেট নিয়ে জয়ের অপেক্ষায় ছিল টাইগাররা। কিন্তু সেখানে বাধ সাধে কাইলি মায়ার্স ও এনকুমুরাহ বোনার জুটি।

প্রায় ৭৪ ওভার টাইগারদের বল মোকাবেলা করে দুই শতাধিক রানের জুটি গড়ে ক্যারিবিয়দের জয়ের বন্দরে নেন মায়ার্স ও বোনার।

মিরাজের শতকে প্রথম ইনিংসে ৪২৩ করে বাংলাদেশ। ২৫৯ রানে ক্যারিবিয়রা গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মুনিনুলের শতকে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে ৩৯৫ রানের লক্ষ্য দাঁড়ায় সফরকারীদের।