সন্ধ্যা ৬:৪২, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে মায়ার্স-বোনার জুটি

স্পোর্টস ডেস্ক : চারদিন ধরে আধিপত্য বিস্তার করে হারের শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের শেষদিনে মরণকামড় দিতে শুরু করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

৩৯৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছিলেন বাংলাদেশের সেনাপতি মুমিনুল হক। চতুর্থদিনের শেষ সেশনে ৩টি উইকেট নিয়ে জয়ের অপেক্ষায় ছিল টাইগাররা। কিন্তু বাধ সেধেছে কাইলি মায়ার্স ও এনকুমুরাহ বোনার জুটি।

প্রায় দেড়শ রানের জুটি গড়ে ক্যারিবিয়দের চট্টগ্রাম টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মায়ার্স ও বোনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষ ৫৩ ওভারে তাদের জয়ের জন্য দরকার ১৮৮ রান। বাংলাদেশের দরকার ৭ উইকেট।

মায়ার্স ৯৩ আর বোনার ৫০ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে মিরাজ শতক হাকান। দ্বিতীয় ইনিংসে শতক পান মুনিনুল।