দুপুর ২:৩৪, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আমির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন-তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয় সম্পাদক আহাম্মদ আলী (৫০), উত্তরা মডেল টাউনের পাঁচ নম্বর ইউনিট কমিটির সহ-সভাপতি সুভাষ চন্দ্র (৫৩) ও উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা শফিকুল ওরফে শরীফ ওরফে শাওন (৩৬)।

ডিসি তালেবুর জানান, গত ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোডে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল আমির। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে আমির গুরুতর আহত হয়।

আহত আমিরকে স্থানীয় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরের বাবা খুরশেদ আলম বাদী হয়ে ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ রোববার (১০ নভেম্বর ) রাত সাড়ে ৪ টায় উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে আহাম্মদ আলী, সুভাষ চন্দ্র ও শফিকুলকে গ্রেফতার করা হয়।