সন্ধ্যা ৭:২০, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক
লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সময় যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। চলতি মৌসুমের চতুর্থ ইউসিএল ম্যাচে গতকাল তারা বড় জয় পেয়েছে। তবে দলের স্বার্থে নিজের রক্ত ঝরিয়েছেন কাতালুনিয়ার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। প্রতিপক্ষ ফুটবলারের বুটের আঘাতে ক্ষত হয়েছে তার মুখে, যার জন্য লেগেছে ১০ সেলাই!
সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনা টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোলের কীর্তি গড়ল কাতালান দলটি। ম্যাচের ৬৭তম মিনিটেই তাদের জন্য অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে। রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয় কুবারসিকে।
নিজেদের অর্ধে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে হেড দিয়ে বল ক্লিয়ারের চেষ্টা করেন ১৭ বছর বয়সী এই ডিফেন্ডার। হেড দিতে সফল হলেও, এ সময় রেডস্টারের স্প্যাজিকসের শূন্যে তোলা বুট তার মুখে আঘাত করে। সঙ্গে সঙ্গে সহকারী রেফারি ফাউলের সংকেত দেন। পরে বেশ কয়েকটি ক্ষত চিহ্ন ও রক্তাক্ত মুখে কুবারসিকে তুলে নেন বার্সা কোচ ফ্লিক। তার বদলে নামানো হয় ডিফেন্ডার সার্জি ডমিঙ্গোজকে। পরবর্তীতে ফ্লিক তরুণ এই স্প্যানিশ শিষ্যের মুখে ১০ সেলাইয়ের কথা জানান।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘তার সেলাই লেগেছে, কিন্তু সে ভালো বোধ করছে এখন। তবে দাগ রয়েছে এখনও, সে তরুণ এবং আশা করি দ্রুত সেরে উঠবে।’ পরে বার্সেলোনার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া কুবারসির একটি ছবির ক্যাপশনে লেখা হয়– ‘আমি ঠিক আছি।’ আরেকটি টুইটে ‘সবকিছুই ক্লাবের জন্য’ বলে উল্লেখ করে বার্সা।
চলতি মৌসুমে সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন হয়ে উঠেছেন কুবারসি। সেন্টার-ব্যাক পজিশনে হয়ে উঠছেন বার্সার বড় ভরসা। গত মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে ক্লাবটির সিনিয়র দলে মাত্র ১৬ বছর বয়সে এই স্প্যানিয়ার্ডের অভিষেক হয়। যদিও সুযোগটা পেয়েছিলেন কয়েক ফুটবলারের ইনজুরির সুবাদে। আর চলতি মৌসুমে নিজের সামর্থ্যের কারণেই কাতালান জার্সিতে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। রক্ষণভাগে ইনিগো মার্টিনেজের সঙ্গেও কুবারসির বোঝাপড়া দারুণ।
ফ্লিক বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটি খেলছে হাই-লাইন ডিফেন্স নীতিতে। যাতে ক্লাবটি সবচেয়ে বেশি প্রতিপক্ষকে অফসাইড ফাঁদে ফেলতে সক্ষম হয়। যার অন্যতম কৃতিত্ব রয়েছে কুবারসিসহ অন্য ডিফেন্ডারদের। চলতি মৌসুমের ১৬ ম্যাচে এখন পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো বার্সার বিপক্ষে অফসাইড ফাঁদে পড়েছে ১০৮ বার। এদিকে, বার্সার পরবর্তী ম্যাচে কুবারসি থাকবেন কি না সেই অনিশ্চয়তা রয়েছে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সোমবার রিয়াল সোসিয়াদের বিপক্ষে খেলবে বার্সেলোনা।