বিকাল ৩:১১, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

যুক্তরাষ্ট্রে ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়া-সহ আটটি রাজ্যের ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে স্থানীয় সময় সকাল ৬টায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঢাকা পোস্টের লাইভ ব্লগে স্বাগত। আমেরিকানরা যেভাবেই ভোট দেন না কেন, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার তৈরি হবে এক ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন; যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। বিশ্বের প্রভাবশালী এই দেশের নির্বাচনের খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন…

আরও ৮ রাজ্যে ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়া-সহ আটটি রাজ্যের ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে স্থানীয় সময় সকাল ৬টায়। এছাড়া দেশটির ইনডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যেও সকাল ৬টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় কিছু রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

দেশটির মেইন রাজ্যের প্রায় সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে সকাল ৬টায়। তবে দেশটির যেসব শহরের ভোটকেন্দ্রে ভোটার ৫০০ জনের কম রয়েছে, সেসব এলাকার ভোটকেন্দ্র স্থানীয় ১০টায় খুলে দেওয়া হবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি ভোটকেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাতের পরপরই ওই ভোটকেন্দ্রে নিবন্ধিত ছয়জন ভোটার নির্বাচনে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শেষে গণনায় দেখা গেছে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন।

ভারমন্টে ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভারমন্টের গ্রিন মাউন্টেন এলাকায় ভোর ৫টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আজ রিপাবলিকান দলীয় সাব্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিসের মাঝে যেকোনও একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।