দুপুর ১২:০২, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক
লক্ষ্য ২০৪ রানের। অস্ট্রেলিয়ার মতো দলের কাছে এই লক্ষ্য মামুলি ব্যাপারই হওয়ার কথা। তাও আবার নিজেদের মাঠে খেলা। লক্ষ্য তাড়ায় ২০ ওভারের আগেই ৩ উইকেটে ১৩৯ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ০ রানেই ৩ উইকেট তুলে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান। অর্থাৎ ১৩৯ রানে ৬ উইকেট নেই অস্ট্রেলিয়ার।
টানা দুই বলে মার্নাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে গ্যালারিতে প্রাণ ফেরান হারিস রউফ। তখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ২৫০০০ দর্শকের শোরগোল শুনে মনে হয়েছে সেখানে ৭৫০০০ হাজার দর্শকের উপস্থিতি।
দারুণ উত্তেজনাকর ম্যাচে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়াই। অ্যারন হার্ডি, শন অ্যাবট ও প্যাট কামিন্সের ধৈর্যশীল ব্যাটিংয়ে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে অসিরা। যদিও বল হাতে ছিল ৯৯টি। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়ায় দলীয় ২৮ রানে দুই ওপেনার ম্যাথিউ শট (৪ বলে ১) ও জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকে (১৪ বলে ১৬) হারায় অস্ট্রেলিয়া। এরপর তৃতীয় উইকেটে জস ইংশিসের সঙ্গে ৮৫ রানের জুটি করে অসিদের ম্যাচের নিয়ন্ত্রণ এনে স্টিভ স্মিথ।
৪৬ বলে ৪৪ রান করে হারিস রউফের বলে সাইম আইয়ুবের হাতে ক্যাচ হন স্মিথ। এরপর ৪২ বলে ৪৯ রান করে ইংলিস আউট হলে এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়া। দলীয় কোনো রান যোগ না করতেই আউট হন লাবুশেন ও ম্যাক্সওয়েল।
হারিসের বলে আউট হওয়ার আগে লাবুশেন করেন ১৩ বলে ১৬ রান। পরের বলেই ম্যাক্সওয়েলকে তুলে নেন হারিস। এরপর অ্যারন হার্ডি ১০, শন অ্যাবট ১৩ রান করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন। ১৮৫ রানে ৮ উইকেটের হারানোর পর মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে জেতান প্যাট কামিন্স।
কামিন্স অপরাজিত ছিলেন ৩২ রানে। আর স্টার্ক খেলছিলেন ২ রানে।