বিকাল ৫:১০, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জলঢাকায় গণমাধ্যম কর্মীদের সাথে জোবায়ের আলমের মতবিনিময়

নীলফামারী জলঢাকা উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও দি বাংলাদেশ টুডে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জোবায়ের আলম।

সোমবার রাতে উপজেলার রুপটপ ফুড গার্ডেনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালেরকণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম চিনু, সমকাল প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু, সংবাদ প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায়, মানবকণ্ঠ প্রতিনিধি রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নিউজ-এর সম্পাদক বজলুর রশিদ, ভোরের কাগজ প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র রায়, মানবজমিন প্রতিনিধি ছানোয়ার হোসেন বাদশা, যায়যায়দিন প্রতিনিধি মনিরুজ্জামান লেবু, আজকালের প্রতিনিধি সফিকুল ইসলাম সফি, খোলাকাগজ প্রতিনিধি আবেদ আলী, বাংলাদেশ টুডে প্রতিনিধি হাফিজুর রহমান, নিউনেশন প্রতিনিধি শাহজাহান কবীর লেলিন, আমার সংবাদ প্রতিনিধি ফরহাদ ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমানসহ আরও বিভিন্ন পত্রিকার সাংবাদিক।

এসময় জোবায়ের আলম বলেন, এই জলঢাকারই সন্তান আমি। এখানেই প্রাইমারি ও হাইস্কুলে পড়েছি। আমি এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা চাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার প্রতিনিধি মর্তুজা ইসলাম।