রাত ৮:৪১, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের আকাশে নিজেদের তৈরি রকেট প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার রাজধানী মহাখালীতে বিএএফ শাহীন হলে রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পলক বলেন, ময়মনসিংহের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের তৈরি করা রকেট ড়ানো হবে।
এবারের প্রতিযোগিতায় ১২৪ জনকে পেছনে ফেলা যৌথভাবে সেরা নির্বাচিত হন নাহিয়ান। পুরস্কার হিসেবে নাহিয়ানের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া অপর বিজয়ী জাদুল হককে দেয়া হয়েছে এক কোটি টাকা।