দুপুর ২:৪৪, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বৃদ্ধির হার কমে দেশের জনসংখ্যা এখন কত জানেন?

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন।

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।

বুধবার নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

এবারের জনশুমারিতে নারীর সংখ্যা বেড়েছে এক কোটি ১৪ লাখ ১৩ হাজার ৩০৫ জন।

শুমারি অনুযায়ী, ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন মানুষের মধ্যে গ্রামাঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন। গত ১০ বছরে গ্রামে জনসংখ্যা বেড়েছে দুই কোটি ৫৮ লাখ তিন হাজার ৭৩ জন।

শহরাঞ্চলে বসবাস করেন এমন জনসংখ্যা পাঁচ কোটি ২০ লাখ ৯ হাজার ৭২ জন। গত ১০ বছরে শহরে জনসংখ্যা বেড়েছে এক কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৮৮৯ জন।

এদিকে এবারই প্রথম তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়কে আদমশুমারিতে আলাদা গণনা করা হয়েছে। দেশে এ সম্প্রদায়ের মানুষ আছেন ১২ হাজার ৬২৯ জন।

২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। ১৯৮১ সালে ছিল আট কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন।

১৯৭৪ সালের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা ছিল সাত কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।

শুমারির তথ্যানুযায়ী দেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার কমেছে। এবারের শুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২ শতাংশ, যা ২০১১ সালে বৃদ্ধির হার ছিল ১.৪৬ শতাংশ, ২০০১ সালে ছিল ১.৫৮ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২.০১ শতাংশ, ১৯৮১ সালে ছিল ২.৮৪ শতাংশ। অর্থাৎ শুমারির শুরু থেকে এ পর্যন্ত ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে।