রাত ৩:২৩, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বাবা-মায়ের পাশে চিরশয্যায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

গাইবান্ধায় তৃতীয় জানাজা শেষে সোমবার পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরশয্যায় শায়িত হলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমান বাহিনীর ৪১১ নম্বর হেলিকপ্টারে তার মরদেহ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে গাইবান্ধার সাঘাটার বোনার পাড়ায় পৌঁছায়। সেখান থেকে সড়ক পথে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, স্থানীয় সংসদ সদস্যরাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

এরপর ওই মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার পরিচালনা করেন জেলা প্রশাসক অলিউর রহমান ও পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

পরে ওই মাঠে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে বিকাল ৩টায় তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে বিকাল ৫টায় তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।