সন্ধ্যা ৬:৪৭, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ঈদের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে ঢাকার সাভারের বিনোদন পার্কগুলো। ঈদের আনন্দকে বহুগুণ রাঙিয়ে তুলতে বর্ণাঢ্য সাজে সেজেছে এসব বিনোদনকেন্দ্র। প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজারেরও বেশি দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এসব পার্কগুলোতে।
এর মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখর সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত দেশের সবচেয়ে বড় থিমপার্ক ফ্যান্টাসি কিংডম। রোলার কোস্টার, ম্যাজিক কার্পেটসহ সবকটি রাইডের শিশু-কিশোররা হুমড়ি খেয়ে পড়েছে। এসময় প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি আর স্মৃতির মুহূর্তগুলো মুঠোফোনে ধরে রাখতে ব্যস্ত নগরবাসী। নিত্যদিনের কর্মক্লান্তি আর একঘেয়ে জীবন থেকে ফুসরত পেয়ে উচ্ছ্বসিত তারা। বিশ্বমানের আদলে গড়া উত্তেজনাকর বেশ কিছু রাইড নিয়ে সাজানো পার্কটি বিনোদনপিপাসু যেকোনো বয়সী মানুষের জন্য জুতসই।
ঈদের পঞ্চমদিন বৃহস্পতিবার (১৪জুলাই) দুপুরে ফ্যান্টাসি কিংডমে গিয়ে দেখা যায়, টিকেটের জন্য দীর্ঘ লাইন। ভেতরে প্রায় সবকটি রাইডেই নানা বয়সী দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
পার্কটিতে রয়েছে দারুণ সব রোমাঞ্চকর রাইড যাতে চমৎকার সময় কাটছে দর্শনার্থীদের। এছাড়া ওয়াটার কিংডমে পরিবার-পরিজন নিয়ে আসা ছোট বড় সবাই আনন্দময় সময় কাটিয়েছে জলকেলিতে।
এদিকে পার্কে ঘুরে খিদে পেলে খাওয়া-দাওয়ার জন্য রয়েছে ছোট ছোট ফুড কোর্টসহ তিন তারকা মানের ক্যাফে আশুলিয়া, লিয়া রেস্তোরাঁ ও ওয়াটার ক্যাফে।
বগুড়া থেকে ঘুরতে আসা ইমরান নামে এক দর্শনার্থীর সাথে কথা হলে তিনি বলেন, আমরা পাঁচজন বন্ধু-বান্ধব মিলে এখানে ঘুরতে এসেছি। আমরা কম্বো প্যাকেজ নিয়েছিলাম এতে করে আমরা সবগুলো রাইডই উপভোগ করতে পেরেছি। প্রত্যেকটা রাইডই আমাদের কাছে অসাধারণ লেগেছে। এতদূর থেকে এখানে আসাটা সার্থক। তাই আমি সাজেস্ট করব যারা ঈদের পর একটু রিফ্রেশমেন্টের জন্য কোথাও ঘুরতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। বিশেষ করে আমাদের মতো যারা তরুণ তাদের অনেক ভালো লাগবে।
ফ্যান্টাসি কিংডম থিম পার্কটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর মাহফুজুর রহমান বলেন, এবারের ঈদটা আমাদের জন্য একটু স্পেশাল। কারণ করোনা মহামারির কারণে দুবছর আমাদের পার্ক বন্ধ ছিল। গত রোজার ঈদে প্রচুর দর্শনার্থী পেয়েছি। এই ঈদেও অনেক মানুষ আসছেন। আশা করছি, গত দুই বছর বন্ধ থাকার সেই ক্ষতি এবার ইনশা আল্লাহ পূরণ করতে পারব। ঈদ উপলক্ষে আমাদের পার্ক প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। বিনোদনপ্রেমীদের আনন্দকে পূর্ণতা দিতেই আমাদের এ আয়োজন আর তাই ঈদে আমাদের ২ হাজার টাকার কম্বো প্যাকেজটিতে বিশেষ ডিসকাউন্ট দিয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
অন্যদিকে সাভারের আরেকটি থিম পার্ক নন্দন পার্ক ও ধামরাইয়ের আলাদীনস পার্কেও রয়েছে বিপুল দর্শনার্থীর সমাগম। করোনা মহামারির কারণে বিগত দুই বছর পার্ক বন্ধ থাকার পর এবারের ঈদে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে এসেছে এসব পার্কে।