দুপুর ২:৫১, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

চাঁদপুরে সেতুতে বাল্কহেডের ধাক্কা, তিন ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ-রায়পুর সড়কে ডাকাতিয়া নদীতে বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সেতু। এই কারণে তিন ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আকতার ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।

ইউএনও বলেন, ডাকাতিয়া নদীর উপর নির্মিত সেতুর নিচে ও দুই পাড়ের তিন ব্যবসায়ী থেকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ওই তিন ব্যবসায়ীকে ৩০ জুলাইয়ের মধ্যে তাদের বালু মহাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।