সন্ধ্যা ৭:১৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
অলিম্পিকে ফুটবল ইভেন্টে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
বাংলাদেশ সময় দুপুর ২টায় সাইতামা স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। এ ম্যাচ জিতে গ্রুপপর্বে শীর্ষস্থান নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠতে চায় সেলেকাওরা।
‘ডি’গ্রুপে ২ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৪। এ ম্যাচ জিততে স্বাগতিক জাপানের সমান ৬ পয়েন্ট হবে নেইমারের দেশের দলের।
স্বর্ণজয়ের নেশায় কোনো ম্যাচেই হারতে চায় না ব্রাজিল। এ পর্যন্ত হারের মুখ দেখেনি দানি আলভেসের দল।
যদিও দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্ট তাদের রুখে দিয়েছে। গোলশূন্য ড্র করে ব্রাজিলিয়ানরা। আইভরি কোস্টেরও পয়েন্ট ব্রাজিলের সমান। তবে গ্রুপে তাদের অবস্থান দ্বিতীয়। কারণ গোলের ব্যবধান। প্রথম ম্যাচে দুই গোল হজম করলেও শক্তিশালী জার্মানির জালে এক হালি গোল জমা করেছিল সেলেকারও।
শেষ ম্যাচে আফ্রিকার দেশটি মুখোমুখি হবে জার্মানি। আজ ব্রাজিল হেরে গেলে আর নিজেদের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে দিতে পারলে গ্রুপসেরা হওয়ার সুযোগ রয়েছে আইভরি কোস্টেরও।