রাত ১:২৯, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ফরমপূরণ কার্যক্রম শুরু হচ্ছে ২৭ জুন থেকে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ কার্যক্রম চলবে অনলাইনে। ফরমপূরণের শেষ তারিখ ৭ জুলাই।
শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর মাধ্যমিকের ফরম পূরণে বিজ্ঞান শাখার ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫০০ টাকা। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এক হাজার ৯৪০ টাকা। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেয়া যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির কারণে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল বিবেচনায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। পরীক্ষা না হওয়ায় ফি’র একটা অংশ শিক্ষার্থীদের ফেরত দেয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।