সন্ধ্যা ৭:১৮, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মর্ডার্নার দুই ডোজ টিকা নেওয়া বৈধ আকামাধারী প্রবাসীদের আগামী ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশাধিকার দেওয়া হবে। বৃহস্পতিবার (১৭ জুন) দেশটির মন্ত্রী পরিষদের জরুরি এক বৈঠকে এই প্রস্তাব করা হয়।
টিকা না নেওয়া ব্যক্তিদের রেষ্টুরেন্ট, জিম সেন্টার, সেলুন ও শপিং মহলসহ গুরুত্বপূর্ণ মহলগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। টিকা নেওয়া পর আসা প্রবাসীদের কুয়েত সরকার হোম কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে। ছুটিতে গেলে পিসিআর সনদ ও টিকা নেওয়া প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিলে করে হোম কোয়ারেন্টিনের দাবি জানান কুয়েত প্রবাসীরা। এ ছাড়া টিকা নেওয়া ছাড়া যে সকল প্রবাসী দেশে যাচ্ছে তাদের কোয়ারেন্টিন খরচ সরকারকে বহনের দাবি করেন।