সন্ধ্যা ৭:১৮, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হোয়াটসঅ্যাপে ভয়েস কল করা যাবে ফিচার ফোনেও

সম্প্রতি কাইওএসে হোয়াটসঅ্যাপ ভয়েস কল ফিচার যোগ হয়েছে। ৫১২এমবি অথবা বেশ র‍্যাম থাকা সব স্মার্ট ফিচার ফোনে এবার থেকে হোয়াটসঅ্যাপ ভয়েস কল করা যাবে।

কী কী প্রয়োজন?

কাইওএস ফিচার ফোন

৫১২এমবি অথবা বেশি র‍্যাম

লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ২.২১১০.৪১

হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং ফিচার পাবেন কীভাবে?

নিজের কাইওএস ফোনে হোয়াটসঅ্যাপ কল ফিচার ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। এই মুহূর্তে লেটেস্ট ভার্সন হোয়াটসঅ্যাপ ২.২১১০.৪১ ইনস্টল করতে হবে ফোনে। এই জন্য কাইওএস অ্যাপ স্টোর ওপেন করে আপডেট ইনস্টল করে নিন। এছাড়াও আপডেট নোটিফিকেশন থেকে আপডেট করা যাবে এই মেসেজিং অ্যাপ।