রাত ১০:৫৮, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে ইসরায়েলের সেনাবাহিনী এই হামলা চালায়।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে হামাসকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনের একটি সূত্র বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজার দক্ষিণ শহর খান ইউনিসের পূর্বে একটি এলাকাকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করে হামাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে, জেরুজালেমে তাদের অধিকার এবং পবিত্র স্থান রক্ষায় তারা বদ্ধপরিকর।
টানা ১১ দিনের সংঘাতের পর গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়। এছাড়া ইসরায়েলে হামাসের রকেট হামলায় ১২ জন নিহত হন।
যুদ্ধবিরতির চার সপ্তাহ পর গাজায় ফের বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।