সকাল ১১:০১, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেন্সর জটিলতায় আটকে গেল বিজয়ের ‘জন নয়াগন’

বিনোদন ডেস্ক
অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছিলেন তামিল সুপারস্টার থালাপথি বিজয়। ভক্তদের জন্য তার শেষ উপহার হওয়ার কথা ছিল ‘জন নয়াগন’ কিন্তু মুক্তির ঠিক আগমুহূর্তে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে গেল বিগ বাজেটের এই সিনেমাটি। আগামী ৯ জানুয়ারি পর্দা কাঁপানোর কথা থাকলেও সেন্সর বোর্ড সংক্রান্ত জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তি।

দীর্ঘদিন ধরেই এই সিনেমার সেন্সর ছাড়পত্র নিয়ে প্রযোজক ও সেন্সর বোর্ডের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। প্রযোজকদের দাবি, এক মাস আগে জমা দিলেও বোর্ড ইচ্ছাকৃতভাবে ছাড়পত্র দিতে দেরি করেছে। গত ১৯ ডিসেম্বর বোর্ড কিছু দৃশ্য বাদ দেওয়া এবং সংলাপ মিউট করার শর্ত দেয়। কিন্তু এই শর্ত মেনে নিতে নারাজ প্রযোজক সংস্থা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন।

বুধবার মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা সিনেমাটি খতিয়ে দেখার জন্য একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তবে আদালত এখনো চূড়ান্ত কোনো রায় দেয়নি। ফলে মুক্তির নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও বড় পর্দায় আসছে না বিজয়ের এই বিদায়ী ছবি।

টিকিটের টাকা ফেরত দিচ্ছেন হল মালিকরা সিনেমাটি নিয়ে কর্নাটকসহ ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উন্মাদনা ছিল। অগ্রিম টিকিটও বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণে। কিন্তু অনিশ্চয়তার মুখে হল কর্তৃপক্ষ শুক্রবারের সব শো বাতিল করেছে।

জানানো হয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাদের টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে। আর যারা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছিলেন, তারা আজ ৮ জানুয়ারি সংশ্লিষ্ট হলে গিয়ে রিফান্ড নিতে পারবেন।