রাত ৮:৪৮, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাতেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার বাবা। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসিবুল হক হাসান ৩ অক্টোবর জুমার নামাজের পর মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে মসজিদে বক্তব্য দেন। এরপর হাসান গ্রুপ ও শাহজাহানের গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একই সঙ্গে এলাকার আধিপত্য নিয়েও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বুধবার রাতে এলাকার ওয়াজ মাহফিলের জায়গা নির্ধারণ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল করিম ও তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহান মিয়ার অনুসারীদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল বাতেনসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মারা যান।
নিহতের ছেলে শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই রেজাউল করিমের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমার বাবা নিহত হয়েছেন। আমরা এই ঘটনার বিচার চাই।
তবে এ বিষয়ে জানতে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।