বিকাল ৪:৫২, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আলমডাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৫৭ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে যোগদান করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক যোগদান ও নির্বাচনী সভায় এই কর্মীদের আনুষ্ঠানিকভাবে দলে নেওয়া হয়। অনুষ্ঠানে জামায়াত নেতারা ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।

বিষয়টি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সম্পাদক এবং সহযোগী সংগঠনের একাধিক সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩৫৭ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। অন্য কোনো ইসলামী দল থেকে কেউ যোগ দেননি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নীতিনিষ্ঠ, আদর্শিক ও জনকল্যাণমুখী রাজনীতি নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করছে। নবাগতরা এখন এই দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আমান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন যার লক্ষ্য ন্যায়, মানবিকতা ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন। জনগণের আস্থা ও ভালোবাসার ফলেই প্রতিনিয়ত নতুন মানুষ এই দলে যোগ দিচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, উপজেলা আমির শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী।