রাত ৩:৪৯, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

সমুদ্রে গোসল করা নারী পর্যটকদের ভিডিও ধারণ, কন্টেন্ট ক্রিয়েটরের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলরত নারী পর্যটকদের ভিডিও করার দায়ে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাসিন্দা মো. রুবেল স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেন। আজ সৈকতে নারী পর্যটকরা যখন গোসল করছিলেন তখন রুবেল গোপনে ভিডিও ধারণ করছিলেন এবং অশ্লীল কথাবার্তা বলছিলেন।

সৈকতের ফটোগ্রাফার কাওছার বলেন, প্রথমে মনে হয়েছিল ওই ব্যক্তি হয়তো নিজের পরিবারের সদস্যদের ভিডিও করছেন। কিন্তু পরে দেখি তিনি পুরো সৈকত ঘুরে ঘুরে ভিডিও করছেন। সন্দেহ হলে আমি কাছে গিয়ে দেখি তিনি অশ্লীল দৃশ্য ধারণ করছেন। তখন তাকে ধরে ট্যুরিস্ট পুলিশের কাছে দিই।

ডাব বিক্রেতা মেহেদী হাসান জানান, চিল্লাচিল্লি শুনে কাছে যাই। তার মোবাইল চেক করে দেখি, নারী পর্যটকদের অর্ধশতাধিক অশ্লীল ভিডিও রয়েছে। তখন তাকে মোবাইলসহ পুলিশের হাতে তুলে দিই।

এ ঘটনার পর সৈকতে উপস্থিত অনেক পর্যটক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসে যদি নিরাপদ না থাকি, তাহলে কুয়াকাটায় আর আসা যাবে না। প্রশাসনের উচিত এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক বলেন, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এবং এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। কুয়াকাটায় পর্যটকদের কেউ হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।