সন্ত্রাসীদের হামলায় যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি

সন্ত্রাসীদের হামলায় যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি

কুমিল্লা প্রতিনিধি মোঃ মাঈন উদ্দিন হাসপাতালে গিয়ে ভিকটিমের সাথে কথা বলে জানতে পারে যে, আহত ব্যক্তির নাম মোঃ আলামিন হোসেন, পিতাঃ নূরুল আমিন, মাতাঃ নারগিস আক্তার। গ্রাম: কাঁদি, উপজেলাঃ মনোহরগঞ্জ, জেলা, কুমিল্লা। সংবাদ মাধ্যমকে আহত মোঃ আলামিন হোসেন জানায়, তিনি অনেকদিন ধরে এলডিপি রাজনৈতিক দলের সাথে যুক্ত, এলডিপি রাজনৈতিক দলের একজন সক্রীয় কর্মী হিসেবে বিভিন্ন সভা, সমাবেশ, মিটিং মিছিলে উপস্থিত থাকতেন। এলডিপি রাজনৈতিক দলের সাথে যুক্ত থেকে বিভিন্ন মিছিলে যাওয়ায় এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের নজরে পড়েন। সন্ত্রাসী গ্রুপের প্রধান ছিল সাইফুল। গত ৪ কিংবা ৫ মাস আগে সাইফুল ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে হুমকি দেয় এবং সতর্ক করে আমি যেন এলডিপি রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকি। তারপর মাস খানেক পর সাইফুল ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে আবারও হুমকি দেয় এবং এক পর্যায়ে তারা আমাকে থাপ্পড় ও শারীরিকভাবে হেনস্তা করে এবং আমি শারিরীকভাবে অসুস্থ হই ও ব্যাথা পাই এবং ফার্মেসি থেকে সামান্য ওষুধ নিয়ে সুস্থ হই। এলডিপি রাজনৈতিক দলের কার্যক্রম ও তাদের কর্মকাণ্ড আমার ভালো লাগতো, সেজন্য আমি এ দলের সাথে যুক্ত থেকে বাকি কার্যক্রম চালিয়ে যাই তাদের হুমকি উপেক্ষা করে। গতকাল শনিবার (২০ মে) আমাকে একা পেয়ে সাইফুল ও তার সন্ত্রাসী বাহিনী আমার উপর আক্রমন করে। এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনীর একজন আমাকে হকিস্টিক দিয়ে আঘাত করে। সাইফুলের হাতে চাকু ছিল বাকি সবার কাছে হকিস্টিক ছিল। সাইফুল চাকু দিয়ে বাম পায়ে আঘাত করে এবং সন্ত্রাসী বাহিনীর আরেকজন নাম তার শাখায়েত। সে আমাকে হকিস্টিক দিয়ে কপালে আঘাত করে এবং দেয়ালের সাথে ধাক্কা দেয়। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে আমি জানি না। জ্ঞান ফিরে জানতে পারি, ঘটনাস্থলের স্থানীয় কয়েকজন মানুষ আমাকে আমাদের পাশের একটি উপজেলা হাসপাতালে ভর্তি করায়। হসপিটালের নাম নিউ নুরানী হাসপাতাল। আমাদের কুমিল্লা প্রতিনিধি মো: মাঈন উদ্দিন হাসপাতলের দায়িত্বরত ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে বাম পায়ে ও কপালে অতিরিক্ত জখমের ফলে প্রচুর ব্লিডিং হয়েছে। তবে সে এখন আশঙ্কামুক্ত। বর্তমানে তার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান