শ্রমিক দিবস উপলক্ষে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি, দোয়া ও আলেচনা সভা অনুষ্ঠিত

শ্রমিক দিবস উপলক্ষে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি, দোয়া ও আলেচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : “দুনিয়ার মজদুর, এক হও বাঁধ জোট মালিক শ্রমিক ভাই-ভাই, ন্যায্যমূল্যে কাজ চাই” এ শ্লোগানে- পাইকগাছায় পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি, দোয়া ও আলেচনা সভা সহ মে দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শিবসা ঘাট চত্বরে দিবসের তাৎপর্য তুলে ধরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু উপস্থাপনায় বক্তৃতা করেন, এস আই হাফিজুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড.এফএমএ রাজ্জাক, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, আঃ আজিজ, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, আঃ হাশেম, প্রভাষক বাবলুর রহমান, ব্যবসায়ী ইলিয়াস হোসেন, সংগঠনের সভাপতি মোঃ আলম গাজী, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মন্ডল।

এছাড়া শেখ রাজু, মোঃ আবুল গাজী, সংগঠনের প্রতিষ্ঠাতা কাশেম গাজী, হাশেম গাজী, শামছুর দোহা, রেজাউল করিম, নূর ইসলাম গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, লিটন সরদার, ইসমাইল ঢালী, আশারাত ঢালী, রুবেল ঢালী, সালাম মোড়ল, দেলোয়ার হোসেন, সোয়েল উদ্দীন গাজী, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ‌ উপস্থিত ছিলেন।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন