জামাত-শিবির মুক্ত শিক্ষাঙ্গণের দাবীতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

জামাত-শিবির মুক্ত শিক্ষাঙ্গণের দাবীতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জামায়াত শিবির মুক্ত শিক্ষাঙ্গণ ও ২ দফা দাবীতে পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার দিনব্যাপি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল পরীক্ষা বর্জন করেন ও অবস্থান ঘর্মঘট পালন করেন।শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও ঘর্মঘটে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান।
উল্লেখ্য,ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ম সেমিষ্টারের আইন বিভাগের ছাত্র মোঃরফিকুল ইসলাম।সে কিশোরগঞ্জ উত্তর জেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা।সে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কর্মী সমর্থক বৃদ্ধি করতে কাজ করছে এবং ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ছাত্র-শিবিরে সংযুক্ত করছে।অপর একজন রেজাউল করিম,প্রভাষক,আইন বিভাগ,ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র শিবিরে সম্পৃক্ত ছিল এবং বর্তমানে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে,বিশ্ববিদ্যালয়ের বাইরে কারিগরি ও কৃষি কলেজে জামাত নেতা মোসাদ্দেকের বাসায় প্রাইভেট পড়িয়ে শিক্ষার্থীদেরকে ছাত্র শিবিরের ব্যাপারে উদ্বুদ্ধ করে আসছে।রেজাউল করিম প্রকাশ্যে স্বাধীনতার ইতিহাস অস্বীকার এবং বিকৃত করে উপস্থাপন করেন।গত ১০ এপ্রিল সামার-২৩ সেশনের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে ৫ম সেমিষ্টারের শিক্ষার্থী রফিকুল ইসলাম অসুদপায় অবলম্বন করায় আইন বিভাগের সহকারি অধ্যাপক মনজুরুল ইসলাম বাধা প্রদান করলে শিক্ষার্থী রফিকুল ইসলাম,শিক্ষক মনজুরুল ইসলামের সাথে চরম বেয়াদবি ও উদ্বতপূর্ণ আচরণ করে এবং শিক্ষককে গুম করে ফেলার হুমকি প্রদান করে।
এরই প্রেক্ষিতে শিবির নেতা রফিকুল ইসলাম এবং আইন বিভাগের শিক্ষক রেজাউল করিমের বহিস্কারের দাবিতে মঙ্গলবার ১১ এপ্রিল সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে।সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করে এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের আশ্বাস প্রদান করে কর্তৃপক্ষ। কিন্তু অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে কিছু ব্যক্ত করেনি কর্তৃপক্ষ।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান