ময়মনসিংহে জমি সংক্রান্ত জেরে স্বামী-স্ত্রীর উপর হামলা

ময়মনসিংহে জমি সংক্রান্ত জেরে স্বামী-স্ত্রীর উপর হামলা
মাসুদ রানা, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মহানগরীর কেওয়াটখালী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন মিনা বেগম নামে এক নারী। ১৭ই মার্চ রাত সাড়ে ৯ টার দিকে প্রতিপক্ষ মমিন আলী, পিয়েল ও পারভীনের হামলার শিকার হন ঐ নারী। এ ঘটনায় প্রতিকার চেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী মিনা বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, কেওয়াটখালী এলাকায় প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল, এরই জেরে ঘটনার দিন ভুক্তভোগী নারী মিনা বেগম নিজের জায়গায় একটি রুম করার জন্য ইট-বালি নিয়ে কাজ করছিলেন ঠিক এ সময় কাজে বাঁধা দেয় প্রতিপক্ষরা। তাদের কথা না শুনায় একপর্যায়ে ভুক্তভোগীর কপালে, হাতে, শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এসময় তার পরিবারের সদস্যরা ফিরাইতে গেলে তাদের উপরও হামলা চালায় আসামীরা। এতে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা আহত হন। পরে ভুক্তভোগীর স্বজনরা গুরুতর আহত অবস্থায় মিনা বেগমকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর স্বামী ইমান আলী বলেন, আমরা আমাদের পৈত্রিক সম্পত্তিতে একটি ঘর নির্মাণের জন্য কাজ করতে গেলে আসামিরা বাঁধা দেয় ও অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, এক পর্যায়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে থাকে, এসময় আমার শরীরের বিভিন্ন অংশ জখম হয় ও আমার স্ত্রীর কপাল ফেটে যায়। আমি এর সঠিক বিচার দাবি করছি। ভুক্তভোগী মিনা বেগম বলেন, আসামিরা বিভিন্ন সময় আমাদের জমি বেদখল করতে চেষ্টা করে আসছিল, ঘটনার দিন আমি ঘর করতে গেলে আসামিরা আমার ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে। এসময় আমার গলায় থাকা ৮ আনা ওজনের ৩৭ হাজার টাকা দামের স্বর্ণের চেইন, ৫ আনা ওজনের ২৩ হাজার টাকা দামের স্বর্ণের দুইটি কানের দুল ও  ঘরে ঢুকে সুকেজে থাকা ৪০,৫০০ টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি, আসামিরা যেকোনো সময় আবারও হামলা চালাতে পারে। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মনিতোষ জানান, জমি নিয়ে মারামারি হয়েছে, মিনা বেগমের কপালে আঘাতের চিহ্ন দেখেছি। তারা মামলা করার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য সময় চেয়েছে, তারা ইচ্ছে করলে যেকোনো সময় মামলা করতে পারবেন।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন