বাগেরহাটের খেগড়াঘাটে বাইক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বাগেরহাটের খেগড়াঘাটে বাইক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের খেগড়াঘাটে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছেন সাকিব (২০) নামের একজন বাইক আরোহী। মঙ্গলবার (২১ মার্চ ) বেলা সাড়ে তিনটার সময় বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়নের খেগড়াঘাট ম্যাধমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন বাইকে থাকা অপর আরোহী খেগড়াঘাট এলাকার মোহাম্মদ হাসমতের ছেলে বাদল ওরফে লাদেন (১৯)।নিহত সাকিব ওই এলাকার মকবুল হাওলাদারের ছেলে। সে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স  ১ম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে তিনটার দিকে সাকিব ও লাদেন  বাসা থেকে মটরসাইকেল যোগে পার্শবর্তী গিলেতলা বাজারের দিকে যাচ্ছিল। খেগড়াঘাট ম্যাধমিক বিদ্যালয়ের কাছে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক বাইকটিকে চাপা দেয়। আরোহীরা ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সাকিব হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ-কে এম আজিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান