পুলিশি অভিযানে সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলে উদ্ধার

পুলিশি অভিযানে সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা ও শরনখোলা থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন সময়ে অপহৃত ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরের নদী গুলোতে মাছ কিংবা কাকড়া ধরার সময় এসব ছেলেদের অপহরণ করে সুন্দরবনের মধ্যে ঘাপটি মেরে থাকা জলদস্যু বাৎ বনদস্যু। দস্যুরা অপহৃতদের জিম্মায় রেখে তাদের আত্মীয়-স্বজনের কাছে মোবাইলের মাধ্যমে মুক্তিপণ হিসাবে জন্য নগদ অর্থ দাবী করে আসছিলো। খবর পেয়ে শরণখোলা ও মংলা পুলিশের যৌথ প্রচেষ্টায় বুধবার (২১ ডিসেম্বর ) সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক এর নির্দেশনায় মংলা ও শরণখোলা থানা পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের অভ্যন্তরে জলদস্যু বা বনদস্যু কর্তৃক অপহৃত ১১ জেলাকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে নগদ টাকা দাবী করা হয়েছিল। জেলা পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় যে, সুন্দরবনকে জল ও বনদস্যুমুক্ত রাখতে ধারাবাহিকভাবে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ