তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে আজও গোলাগুলি হয়েছে। রোববার মধ্যরাত থেকে গোলাগুলির শব্দ বাড়তে থাকে। আতঙ্কে ঘুম ভেঙে যায় ঘুমধুম ইউনিয়নে বসবাসকারী সীমান্তাঞ্চলের অধিবাসীদের।

সীমান্তবাসী জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় কয়েক দিন বন্ধ থাকার পর ফের গোলাগুলি শুরু হয়েছে। রোববার মধ্যরাত থেকে তুমব্রু সীমান্তের ৩৪ ও ৩৫ নাম্বার সীমান্ত পিলার এলাকায় গোলাগুলি হয়। সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দটা শোনা গেছে সোমবার সকালেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তের ৩৪ ও ৩৫ নাম্বার সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে। রোববার মধ্যরাত থেকে ফের গোলাগুলি শুরু হয়েছে। সীমান্তজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ