বজ্রাঘাতে মৃতদের লাশ দেখে প্রাণ গেলো বৃদ্ধার

বজ্রাঘাতে মৃতদের লাশ দেখে প্রাণ গেলো বৃদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে উপজেলার শিবপুর গ্রামের একই পরিবারের পাঁচ জন ছিলেন। সেই মরদেহ দেখতে গিয়ে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পাশের এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের হোসনা খাতুন (৬০)। তিনি ওই গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বিভিন্ন গ্রাম থেকে লোকজন বজ্রাঘাতে মৃতদের মরদেহ দেখতে আসে। সবার মতো এনায়েতপুর মল্লিকপাড়া থেকে শোভা আলী মল্লিকের স্ত্রীও আসেন। মরদেহ দেখে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন হোসনা খাতুন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় শিবপুর গ্রাম থেকে মরদেহ দেখে ফেরার পথে এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী হোসনা স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

More News...

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন