যুক্তরাজ্যের নতুন রাজা চার্লস

যুক্তরাজ্যের নতুন রাজা চার্লস

অনলাইন ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের নতুন রাজা নির্বাচিত হয়েছেন প্রয়াত রানির পুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন রাজা আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন। রাজপ্রাসাদের তরফে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কয়েক প্রজন্ম ধরে যুক্তরাজ্যকে দিক নির্দেশনা দিয়েছেন সদ্য প্রয়াত রানি এলিজাবেথ। দায়িত্বের প্রতি তার নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন ১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করা এই নারী।

এই বছর সিংহাসন আরোহণের ৭০ বছর পালন করেছেন তিনি। অনেকের নতুন এলিজাবেথীয় যুগ বলে পরিচিত অধ্যায়ের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার। নতুন রাজা নির্বাচিত হন তৃতীয় চার্লস।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা